আলী আজীম, মোংলা (বাগেরহাট)
"স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়" প্রতিপাদ্যে মোংলায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে ভূমি মন্ত্রণালয় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজীকরন ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান উপজেলা ভূমি অফিসের সম্মুখে স্টলে বসে ভূমি মালিকদের সেবা দিচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান বলেন, উপজেলার ৬ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা সহজীকরনের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছে। সেবা গ্রহীতারা সেখানে বসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন। তিনি আরও বলেন অনলাইনে ভূমি মালিকেরা রেজিষ্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এটি যাতে সহজলভ্য হয় তার জন্যেই এ অনলাইন সেবা দেয়া হচ্ছে। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল ভূমি সেবা একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে।
র্যালী শেষে আলোচনাসভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, মোঃ নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সাব-রেজিষ্টার কর্মকর্তা জুবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিমসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, সোশ্যাল মিডিয়া (www.facebook.com/land.gov.bd) ও কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী রোববার (২৮ মে) পর্যন্ত সারাদেশে 'ভূমি সেবা সপ্তাহ-২০২৩' উদযাপন করা হবে।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
২২/০৫/২৩ইং
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।