আলী আজীম,মোংলা (বাগেরহাট):
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মোংলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার,মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা প্রশাসন,পৌর প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ,বিএনপি,মোংলা প্রেস ক্লাব,মোংলা বন্দর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে শহীদ মিনার চত্বরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে প্রভাতফেরী সহ নানা আয়োজনে পালিত হয়েছে মোংলায়।
এছাড়াও ১৯৫২ সালের দিনটি ছিল ২১ ফেব্রুয়ারী, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ করছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।