আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনেই মোংলা উপজেলার প্রতিটা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জাঁকজমক ভাবে উৎসব মুখর পরিবেশে বিনামুল্যে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।
রবিবার (১লা জানুয়ারি) দুপুর ১২টায় সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ বই উৎসবরে উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাববিুন নাহার এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস ও মোংলা সরকারী টি, এ, ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আবু সাঈদ খাঁন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফীল হাওলাদারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাববিুন নাহার এমপি।
নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। উপজেলার সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজ'র অধ্যাক্ষ আবু সাঈদ খাঁন বলেন, বছরের শুরুতেই কোচিকাচা ছেলে-মেয়েদের হাতে নতুন বই তুলে দিতেপেরে আমরা খুব খুশি।
মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস বলেন, ২০২৩ সালের জন্য এই উপজেলায় ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি দাখিল মাদ্রাসা ও ১০টি ইবতেদায়ী মাদ্রাসায় ১৫ হাজার ৪৭০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে ১লক্ষ ৪৫ হাজার ৬৫০টি বই বিতরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।