বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু।

মোংলায় সুপেয় পানি সংরক্ষণ প্রকল্প পরির্দশনে ডেনমার্ক রাষ্ট্রদূত

আলী আজীম, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

সুন্দরবন সংলগ্ন উপকূলীয় লবণাক্ত এলাকায় প্রতিষ্ঠান ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শনে এলেন ডেনমার্ক’র রাষ্ট্রদূত এইচ ই মিস্টার ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারসহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা উপজেলার ৬টি ইউনিয়নে ডেনমার্ক অর্থায়নে গ্রহণ করা প্রকল্পের কাজগুলো পরিদর্শন করেন তারা। সুন্দর ও সঠিকভাবে এ উপকূলীয় অঞ্চলের মানুষ যদি প্রকল্পের সুফল পায় তাহলে আগামীতে আরো বড় প্রকল্পের কাজ করার কথা জানালের এ রাষ্ট্রদূত।

ব্র্যাক সূত্রে জানায়, দিন যতই বাড়ছে সুন্দরবনসহ মোংলা উপকূলীয় এলাকায় ততই লবণাক্তার হার বৃদ্ধি পাচ্ছে। ফলে মিষ্টি পানির অভাবে দিনকে দিন দিশেহারা হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষ। তাই খাওয়া ও সাংসারিক কাজে ব্যবহারে জন্য বৃষ্টির সুপেয় পানি সংরক্ষণ করতে ডেনমার্ক অর্থয়নে জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান ভিক্তিক বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়। ডেনমার্ক’র অর্থায়নে ২০২২ সালে জুলাই মাসে ৩৮ কোটি টাকা ব্যয়ে গ্রহণ করা এ প্রকল্পটির পরিচালনা ও বাস্তবায়ন করছে ব্র্যাক। প্রকল্পের মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ২ হাজার লিটার করে ৫ হাজার ৪০০ পরিবারকে দেয়া হয়েছে পানির ট্যাঙ্ক। সোলার প্যানেলের মাধ্যমে ২টি পুকুর সংরক্ষণ করে মিষ্টি পানি বিশুদ্ধকরণের মাধ্যমে এলাকায় সরবরাহ ও ৬টি ইউনিয়নে প্রতিষ্ঠান ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতির ২৭টি স্থানে পানি সংরক্ষণ ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে চাঁদপাই ৭টি, চিলা ৬টি, মিঠাখালী ৪টি, সুন্দরবন ৬টি, বুড়িরডাঙ্গা ৩টি ও সোনাইলতলা ইউনিয়নে ১টি স্থাপন করা হয়। এগুলোতে মোট ১০ লক্ষ ২০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন সুপেয় পানির ট্যাঙ্ক। নামমাত্র প্রতি লিটার ৫০ পয়সা হারে এলাকা ভিত্তিক নির্ধারিত ৪ হাজার ৫৪৮টি পরিবার ছাড়াও অন্যান্যরা খাবারের জন্য নিতে পারবেন এ বিশুদ্ধ বৃষ্টির পানি।

গত ২০২২ সালে জুনে শুরু হওয়া এ কাজ বুধবার দুপুরে পরিদর্শনে আসেন ডেনমার্ক’র রাষ্ট্রদূত এইচ ই মিস্টার ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার ছাড়াও ঢাকার ডেনমার্ক এ্যাম্বাসির সিনিয়র এ্যাডভাইজার বিটালী তাসকিন ইসলাম, প্রকল্প পচিালক ড. মোহাম্মাদ লিয়াকত আলী, জলবায়ু পরিবর্তন প্রকল্পে প্রকল্প কর্মকর্তা আবু শাদাত মনিরুজ্জামান খাঁন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাওসিফ আহাম্মেদ কোরাইশীসহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া প্রোগ্রাম ম্যানেজার উম্মে তানিয়া সুলতানা, প্রকল্প ম্যানেজার মোঃ শফিকুর রহমান স্বপন, এরিয়া ম্যানেজার মোঃ শাহাবুদ্দিন ও তৃপ্তি সরকারসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় দীঘদিনের পানির সংকট থেকে মুক্তি পেয়ে খুশি উপকূলীয় এ এলাকার সাধারণ মানুষ।

ডেনমার্ক’র রাষ্ট্রদূত এইচ ই মিস্টার ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার বরাত দিয়ে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ লিয়াকত আলী বলেন, গ্রহণ করা প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে। যদি এর সুফল মানুষ সুন্দর ও সঠিকভাবে ভোগ করতে পারে তা হলে আগামী অর্থ বছরের মধ্যে এক হাজার ৪০০ পানির ট্যাঙ্ক, আরো ৩টি পুকুর ও প্রতিষ্ঠান ভিত্তিক আরো ৫-৬ লক্ষ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ১৫টি ট্যাঙ্ক স্তাপন করা হবে। এছাড়া লবণাক্ত এ অঞ্চলের মানুষের জন্য লবণ সহিষ্ণু ফসল উৎপাদনের সহায়তা করা হবে বলেও জানায় প্রকল্প পরিচালক।

আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।