আলী আজীম,মোংলা (বাগেরহাট):
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে উপজেলার ইসলামি আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ইসলামী আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ও ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যাক্ষ গোলাম সরোয়ার, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফীল হাওলাদার,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি হাবিবুন নাহার এমপি।
প্রধান অতিথি চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।