শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

মোংলায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৯তম দিবস পালিত হয়েছে মোংলায়। দিবসটি উপলক্ষে সোমবার (২১শে আগষ্ট) সকালে পৌর দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা, পৌর ও সরকারী কলেজের উদ্দ্যোগে জাতীয়, দলীয়, ও কালো পতাকা উত্তোলন করা হয়।

দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়ে ছিলো। সেদিন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেডে নিহত হন আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী। তারা অভিযোগ করে বলেন, তৎকালীন বিএনপি- জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাকান্ড হয়েছিল।

বক্তারা আরো বলেন, রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১শে আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতে নারকীয় গ্রেনেড হামলার আজ ১৯তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। ওই ঘটনাপ্রবাহের কালো থাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে।

২১শে আগস্টে বর্বর গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচনের জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান বক্তারা। ২০০৪ সালের ২১ আগষ্ট বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। আজও হামলার বিচার শেষ হয় নাই, দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করার দাবি জানায় বক্তারা।

আজকে আমাদের অঙ্গীকারাবদ্ধ হতে হবে দেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে এবং আওয়ামী লীগ ও নৌকার পক্ষে আপসহীন থাকার। অতীতের ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলত্রুটিগুলো যেন অপরাধের সীমানা অতিক্রম না করে সেদিকে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সংগঠন শক্তিশালী হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর হাত শক্তিশালী হবে, নেত্রীর হাত শক্তিশালী হলেই বাংলাদেশ শক্তিশালী হবে।

আমাদের সব রাজনৈতিক প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সব শক্তির আধার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমাদের সম্মিলিত শক্তির মোহনায় থেকে নেত্রী সারা বিশ্বের সব অপশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে যুদ্ধাপরাধের বিচার করছেন। ২০০৪ সালে নারকীয় গ্রেনেড হামলার এই দিবসের শিক্ষাই হলো সাহস সঞ্চয় করা এবং প্রতিবাদী হওয়া। আমরা যদি শক্তিশালী থাকি ইনশা আল্লাহ কোনো অপশক্তি বাংলাদেশের গায়ে একটি আঁচড় দিতে পারবে না। আমাদের কাজ আওয়ামী লীগ সভাপতি জননেত্রীর শেখ হাসিনার কথা ও কাজকে অনুসরণ করা। ২১ আগস্ট আমাদের এই শিক্ষাই দেয়।

মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়ছিন আরাফাত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফীল হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, আ’লীগ নেদা কাজী গোলাম হোসেন বাবলুসহ আওয়ামী লীগ, যুবলীগ,মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।