আলী আজীম,মোংলা (বাগেরহাট):
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর অভিযানে গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি খুলনা জেলার পদ্ম পুকুর গ্রামের মোঃ হামিদ গাজীর ছেলে মোঃ হালিম।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান সাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তীতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১১ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা খুলনা জেলার কয়রা থানাধীন ঘড়িলাল বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮৭০ গ্রাম গাঁজাসহ মোঃ হালিম আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।