আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন এলাকায় প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২:১০ মি: দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে মোংলামুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা রনসেন মাছের আড়ৎ এর সামনে নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বাগেরহাট জেলার ফকিরহাট থানার বট্ট খামার এলাকার সত্তার এর ছেলে রাজ্জাক (৩৩) নিহত হন এবং মোটরসাইকেলের যাত্রীকে গুরুতর আহত হলে স্থানীয়রা রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোটরসাইকেলের যাত্রী রাজশাহী জেলার বাগমারা থানার বুজরুক কৌড় এলাকার
মজিবর রহমান এর ছেলে মোঃ হারুন-অর- রশীদ (৩৫)। প্রাইভেটকার এর চালক পলাতক রয়েছে। এর রেজিঃ নম্বর চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫।
সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ঘটনাস্থলে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।