আলী আজীম,মোংলা (বাগেরহাট):
কড়া পুলিশি প্রহরায় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-৭৪০) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে শ্রম কল্যাণ রোডস্থ মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২০৯ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ক্যাশিয়ার মোঃ মানিক আকন, প্রচার সম্পাদক জাহিদুল ইমলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের ৯টি পদের মধ্যে ৪টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকী ৫টি পদের বিপরীতে গোপন ব্যালোটের ভোটগ্রহণ করা হয়েছে।
সভাপতি পদে ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৩ জন। এদের মধ্যে মোঃ আঃ রাজ্জাক চেয়ার প্রতীকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী মোঃ জামাল হোসেন ঘড়ি প্রতীকে ৫৪ ভোট ও মোঃ জয়নাল সর্দার ছাতা প্রতীকে ৩৯ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৩ জন। এদের মধ্যে মোঃ জিয়ারুল মুন্সি বই প্রতীকে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সরোয়ার হোসেন গোলাপ ফুল প্রতীকে ৪৮ভোট ও কবির হোসেন কলস প্রতীকে পেয়েছেন ৪১ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কবির হাওলাদার ফুটবল প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শহিদুল শিকদার ঠেলাগাড়ি প্রতীকে পেয়েছেন ৭৭ভোট। সদস্য পদে দুই জনের বিপরীতে প্রার্থী ছিলেন ৩জন। এদের মধ্যে মোঃ আল আমিন মাতুব্বর মাছ প্রতীকে ১০৩ ভোট পেয়ে ১ম ও নয়ন ব্যপারী মোরগ প্রতীকে ৭৩ ভোট পেয়ে ২য় তাদের নিকটতম প্রতীকে রহমত উল্লাহ মোমবাতি প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন।
বিকেল সাড়ে ৫টার দিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটের ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।