আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌর মার্কেট থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শিশু পার্কে শহীদদের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও পৌর কাউন্সিলরসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।
পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, পরাজয় নিশ্চিত জেনে হানাদার পাকিস্তানি বাহিনী ও তার তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে কায়দায় হত্যা করেছিল।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার দেশ গড়েই কেবল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
পরিশেষে শহীদ বুদ্ধিজীবী সহ সকলশহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।