আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলা পোর্ট পৌরসভায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকালে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে পৌরসভার কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা রাখেন পৌর মেয়র।
পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এসময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা/ কর্মচারীরা উপস্থিত ছিলেন।