আলী আজীম,মোংলা (বাগেরহাট):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি শুরু করে। বন্দরের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) সকালে মোঃ শাহীনুর আলম (উপসচিব), পরিচালক (প্রশাসন) এর সভাপতিত্বে বন্দরের সভাকক্ষে জাতির পিতার কর্মময় জীবনের উপর ডকুমেন্টারী "চিরঞ্জীব বঙ্গবন্ধু" প্রদর্শন ও "স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন" বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন)।
সভায় আরোও উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগণ, অফিসার এ্যাসোসিয়েশন, সিবিএ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এছাড়াও মোংলা বন্দরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি, শিশু বক্তার অংশগ্রহণে ভাষণ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোংলা বন্দর হাসপাতালে ভর্তিরত রোগীদের উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।
পরে মোংলা বন্দরের আওতাধীন মসজিদ/ধর্মীয় উপসনালয়ে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, বলেন, স্মার্ট বাংলাদেশ মূলত: প্রযুক্তি সম্পর্কিত, তাই আগামী দিনের শিশুদের এ বিষয়ে অনুপ্রাণিত করতে হবে। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনর্মাণে সবাইকে উদ্ভুদ্ধ করণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।