সবুজ শিকদার,বাগেরহাট প্রতিনিধিঃ
যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করে।
মোংলা বন্দর কতৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জাহাজটি নোঙ্গর করার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার পর থেকে ওই জাহাজ থেকে যন্ত্রপাতি খালাসের কাজ শুরু হয়েছে। ।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) শওকত আলী জানান, জাহাজে ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি রয়েছে। এখান থেকে এসব যন্ত্রপাতি নদীপথে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোয় নেওয়া হবে। এতে তিন-চার দিন সময় লাগবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে গত ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ।
এতে এর আগে ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইডং-৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।