আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা বন্দরের ৪ নম্বর ইয়ার্ডে কাজ করার সময় রডের কয়েলের নিচে পড়ে মো: জামাল (৪৫) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬:৪৫ দিকে মোংলা বন্দরের ৪নং ইয়ার্ডে সি এন্ড এফ প্রতিষ্ঠান মেসার্স লাবণ্য এন্টারপ্রাইজ এর রডের কয়েল কন্টেইনার হতে ফর্ক লিফটার এর মাধ্যমে ট্রাকে লোড দেওয়ার সময় ফর্ক লিফটার থেকে রডের কয়েল শ্রমিক মো: জামাল এর গায়ে পড়লে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপস্থিত অন্যান্য শ্রমিকরা মোঃ জামালকে মোংলা পোর্ট হাসপাতলে নিয়ে যায়।
শ্রমিক মোঃ জামাল এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত জামাল মোংলা পৌর করস্থান রোডের আব্দুল হামিদ এর ছেলে। তার শ্রমিক কার্ড নং-৭৬৩।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোঃ জামালকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২