শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১ নামে বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক শিক্ষা নির্বাহী প্রকৌশলী আবু তাহের পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল গভীর রাতে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর শীতবস্ত্র বিতরণ ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিল সহ অটোরিকশা চালক গ্রেফতার ফুলবাড়ীতে আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন গাজীপুর মহানগরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার

মোংলা বন্দর মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক নান্নু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

আলী আজীম,মোংলা (বাগেরহাট):

মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘ রেজিঃ নং- ১১৬০ এর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে। এবারের নির্বাচনে পৃথক দুই প্যানেল থেকে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। শেখ আঃ হাই সড়ক সংলগ্ন মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা কার্যালয় মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করেন। ত্রি-বার্ষিক এ নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও রেজাউল করিম নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দেলোয়ার- শাহিন প্যানেল থেকে মোঃ দেলোয়ার হোসেন (কলস) প্রতীক নিয়ে ৩৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী আঃ রব ব্যাপারী (ছাতা) প্রতীকে পেয়েছেন ৩১৫ ভোট।

আঃ রব- নান্নু প্যানেল থেকে মো. রেজাউল করিম নান্নু (বাঘ) প্রতীক নিয়ে ৩৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদন্ধী মো. শাহিন মোল্লা (ঘড়ি) প্রতীক পেয়েছেন ২৭৭ ভোট।

এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি আঃ স্বপন শিকদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার , সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ পাটোয়ারি, প্রচার সম্পাদক আশ্রাব আলী , কোষাধ্যক্ষ মোঃ মোখলেছ গাজী ও সদস্য মো. খলিলুর রহমান, আউয়াল মৃধা, মোঃ ইব্রাহীম ও নির্মল শাহ নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচনে ১১টি পদের অনুকুলে ২৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছিলেন। অনুষ্ঠিত এ নির্বাচনে ৭৭৯ জন ভোটারের মধ্যে মোংলার ১টি কেন্দ্রে ৬৮৯ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৯০ জন সদস্য কেন্দ্রে এসে তাদের ভোট প্রদান করতে পারেন নি।

বৃহৎ এ সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন- মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম। এছাড়া আরও দায়িত্বে ছিলেন- মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম।

নির্বাচন সুষ্ঠ ও নিরেপক্ষতা বজায় রাখতে পুলিশ সদস্যরা সকাল থেকেই নির্বাচনীয় কেন্দ্র ও এর আশপাশ এলাকাগুলোতে শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে টহল জোরদার রেখে সতর্ক অবস্থায় নিয়োজিত ছিলো।

মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ সালাম জানান, মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচন অত্যান্ত সুন্দর অবাধ নিরেপক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি এবং এ নির্বাচনে কাউকেই অনিয়ম করার সুযোগ দেয়া হয়নি বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।