আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
মটরসাইকেল কিনে না দিলে আত্নহত্যার হুমকি দেয়া কিশোরের অবশেষে মৃত্যু হলো, তিনদিন পূর্বে নতুন কেনা মটরসাইকেল দুর্ঘটনায়।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে সোহাগ (১৯) ও লাল মিয়ার ছেলে রাজন শেখ (২১)।
গণমাধ্যমকে নিহত সোহাগ এর চাচা
আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম জানান, সোহাগ আমার আপন ভাতিজা। আজ ভোর ৬টার দিকে রাজন বাড়ি থেকে তার তিনদিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে সোহাগের সাথে বের হয়। ভোরে তারা বাড়ি থেকে কেন বের হলো সেটা জানতে পারি নাই। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা লেগে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছেন।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবেন বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছে।