হাফিজুর রহমান (হাফিজ) স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভা টেলিকম নামে ব্যবসা করতো মৃত গৌরপদ হালদার এর ছেলে সুজিত হালদার (২৮), তার ব্যবসা ছিলো মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ এবং উপায় এর মাধ্যমে টাকা লেনদেন।
দীর্ঘ ২-৩ বছর যাবত ব্যবসা করায় তার সকল মোবাইল ব্যাংকিংয়ের ডি এস ওর সাথে পরিচিত হয়ে যায়। প্রতিদিন তার দোকানে ৪থেকে ৫ লক্ষ টাকা লেনদেন করতো নগদ বিকাশ এবং উপায়ের ডিএস ও গণ
এইভাবে চলতে চলতে হঠাৎ মোবাইল ব্যাংকিং এর উপায় কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় সুজিত হালদার
ইউসিবি ফিনটেক মোবাইল ফিনান্সিয়াল কোম্পানি তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু কোন যোগাযোগ পাননি এবং সুজিত হালদার কোম্পানি সাথে কোন যোগাযোগ করার চেষ্টা করেননি,
এরপর কোম্পানী নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ইউসিবি ফিনটেক মোবাইল ফিনিশিয়াল এর অনুমোদিত ডিস্ট্রিবিউশন রিফা এন্টারপ্রাইজের প্রোভাইডার মোঃ শাহাজান লাভলু এর আদেশ দেন আইনগত ব্যবস্থাগ্রহণ করতে সুজিত হালদার এর ব্যবসায়ী ট্রেড লাইসেন্স আইডি কার্ড এবং লেনদেন ফটোকপি নিয়ে সাতক্ষীরা জর্জ কোর্ট ২৫-১১-২৩ তারিখে একটি টাকা আত্মসাত এর মামলা করেন রিফা ইন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মাসুদ রানা
পালিয়ে থাকার কারণে ২৮-০৩-২০২৪ তারিখ রোজ বুধবার শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।