বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান।
উপজেলার জিউধরা ইউনিয়নের ৯৫নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নাসির হাওলাদার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দীর্ঘদিন যাবত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারনে তাকে তার দ্বায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহ আলম, মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: মো: শাহ-ই আলম বাচ্চু এর নির্দেশ ক্রমে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: জালাল্ উদ্দিন খান স্বাক্ষরিত যার স্বারক নং- উশিঅ/মোরেল/বাগের/২০২২/১৫২৩/৪, তারিখ- ২৪/১১/২২ এর আদেশ বলে মো: মশিউর রহমান হাওলাদার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়। চিঠিতে আরো উল্লেখ করা হয় যে, তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় ও ফৌজদারী মামলা এবং দীর্ঘদিন বিদ্যালয়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারনে প্রাথমিক শিক্ষার স্বার্থে প্রধান শিক্ষক যোগদান না করা পর্যন্ত উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মশিউর রহমান হাওলাদার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।