বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

মোরেলগঞ্জে নিয়মবহির্ভূত মাদ্রাসার কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে গোয়ালবাড়ীয়া আবুল কাসেম স্মৃতি দাখিল মাদ্রাসা দৈন্যদশায় চলছে শিক্ষা কার্যক্রম। রয়েছে স্থানীয় দলাদলী নিয়মবর্হিভূত ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ তুলে মাদ্রাসা শিক্ষা বোর্ড বরাবর অভিযোগ দায়ের করেছে পূর্বের কমিটির সদস্য মো. বাদশা হাওলাদারসহ একাধিক অভিভাবকরা। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের গোয়ালবাড়ীয়া আবুল কাসেম স্মৃতি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য ১৫ সেপ্টেম্বর তফশীল ঘোষিত হয়। তফশীল অনুযায়ী ৩ অক্টোবর নির্ধারিত নির্বাচনের তারিখ থাকলেও নির্বাচন না করে কমিটি গঠন করা হয়েছে অভিযোগ ছাত্র অভিভাবকদের।

তফশীলের নিয়ম বর্হিভূত বিধি বিধান অনুসারন না করে কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণ করেছে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা সিদ্দিকুর রহমান। খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন সর্ম্পকে ছাত্র অভিভাবকরা কিছুই জানেনা। নির্বাচনী তফশীল নোটিশ বোর্ডে লটকানো নিয়ম থাকলেও তা হয়নি। ক্লাশে ক্লাশে ছাত্রদেরকে প্রচারণা করা হয়নি। মাদ্রাসার অনেক শিক্ষকই জানেন না নির্বাচনের বিষয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গোয়ালবাড়ীয়া আবুল কাসেম স্মৃতি দাখিল শাখার মাদ্রাসার নামে যে জমি দেখানো হয়েছে উক্ত জমি গোয়ালবাড়ীয়া এবতেদায়ী মাদ্রাসার নামে রয়েছে। প্রতিষ্ঠানের নামে নির্ধারিত জমি সনাক্তেরও রয়েছে জটিলতা।

ইতোপূর্বে মাদ্রাসা ৪ টি পদে নিয়োগের পায়তারায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নিয়োগ বন্ধের জন্য মোকাম মোরেলগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালত বাগেরহাটে মাহমুদুল হাসান শাওন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং-দেওয়ানী ১৬৪/১৯।এদিকে সোমবার বেলা ১২ টায় উক্ত মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্ষিক পরীক্ষা চলছে ৯বম শ্রেনীতে ৫জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বাংলা ২য় বিষয়ে। প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত সুপারসহ কর্মরত ৯ জন শিক্ষক থাকার কথা থাকলেও উপস্থিত রয়েছে মাত্র দুই জন। জুনিয়র মৌলভী মো. আবুবকর সিদ্দিক ও সহকারী শিক্ষক মো. খেলাফত হোসেন। ভারপ্রাপ্ত সুপার রয়েছে অফিসিয়াল কাজে বাহিরে উপস্থিতি দুই শিক্ষক জানিয়েছেন।

এ সর্ম্পকে গোয়ালবাড়ীয়া আবুল কাসেম স্মৃতি দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠন করে সভাপতি হিসেবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবু বকর হাওলাদারের স্ত্রী হালিমা খাতুন (বেবী) নাম মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তিনি শিক্ষকদের বিল করানোর জন্য অফিসিয়াল কাজে বাহিরে ছিলেন। পরীক্ষার ডিউটিতে ২ জন শিক্ষক ছিলেন বাকিরা ছাত্র কালেকশনে গিয়েছেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার নির্বাচনের প্রিজাইডিং অফিসার বাকী বিল্লাহ বলেন, গোয়ালবাড়ীয়া আবুল কাসেম স্মৃতি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি ৩ অক্টোবর নির্বাচনে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি পদে একাধিক আবেদন না থাকার কারনে একক আবেদন কারিদের চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারই এক সপ্তাহের পরে নির্বাচিতরা সভাপতি নির্ধারন করে প্রতিষ্ঠান প্রধান কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রেরণ করেছেন। এ সংক্রান্ত কোন মামলা বা অভিযোগ হয়েছে কিনা তার জানা নেই।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।