বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয়ের পেছেনে শিক্ষক সশীম দেবনাথের টিনসেড বাসায় মঙ্গলবার(৮ নভেম্বর) দুপুরে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।ভুক্তভোগী পরিবারের ১৭ ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সশীম ও তার স্ত্রী পলি দেবনাথ দুজনই পেশায় শিক্ষক। তারা জানান প্রতিদিনের মত আজও তারা সকালে কর্মস্হলে চলে যান,বিকেলে বাসায় ফিরে বাসার দোতালায় একটি জানালা ভাঙা দেখতে পায়,তারা জানায় জানালার পাশের একটি আমগাছ বেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে, ঘরের ভেতরে থাকা সিড়ি হয়ে নিচতলায় প্রবেশ করে অভিনব কৌশলে তোশকের নিচে থাকা চাবি নিয়ে আলমারি খুলে আনুমানিক ১৭ ভরি স্বর্ন নিয়ে ভাঙা জানালা থেকে পালিয়ে যায়, কিন্তু চোরচক্র আলমারি লাগিয়ে আবার চাবি যাথাস্হানে রেখে যায়।মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘চুরির বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আলমারি তালাবদ্ধ। অথচ আলমারির ভেতর থেকে সোনার গয়না গায়েব। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে,আশে পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ অনুসন্ধান চলছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।