বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জনগুরুত্বপূর্ণ সরকারী খাল ভরাট করে পাকা ইমারত নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতান। এ সময় সেখানে থাকা সকল মালামাল জব্দও করেন তিনি। আজ শনিবার দুপুর উপজেলা সদরের কর্মকারপট্টির খালে এ ঘটনা ঘটে। এ সময় জমির মালিক বিশারীঘাটা গ্রামের মো. শাহিন শেখ পালিয়ে যান। খালটির আংশিক ভরাট করে পাকা ভবন নির্মাণের কাজ চলছিল।
শাহিন শেখ জানান, তিনি জমি কিনে মিউটেশন করানোর পরে পৌরসভা থেকে হোল্ডিং নম্বর নিয়ে পাঁচতলা ভবনের প্ল্যান জমা দিয়েছেন। পৌরসভার সার্ভেয়ার জমি পরিমাপ করে কাজ শুরু করার জন্য বলেন। সে অনুযায়ী কাজ চলমান ছিল অপরদিকে পৌরসভার সার্ভেয়ার মো. জামাল শেখ জানান, শাহিন শেখকে খালের পাড়ে ভবন নির্মাণের কোনো অনুমতি পৌরসভা থেকে দেওয়া হয়নি।স্থানীয়রা জানান, ৫০ ফুট চওড়া খালের এখন আছে মাত্র ২০ ফুট।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান, সরকারী খাল ভরাট করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে মালামাল জব্দ করা হয়েছে,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।