বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গরিব ও ছিন্নমূল শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (০৭ জানুয়ারী ) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে অসহায়,ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক,কার্যনির্বাহী সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আবু সালেহ, কার্যনির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব প্রতিনিধি মেজবাহ ফাহাদ,প্রচার সম্পাদক দৈনিক আমার বার্তা প্রতিনিধি এনায়েত করিম রাজীব প্রমুখ।উল্লেখ্য মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ৫০ জন দুঃস্থ অসহায় ব্যক্তিদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।