আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:)- এর আদর্শময় সংগঠন " কচুড়িয়া হিলফুল ফুযুল ঘুব সংঘ " এ সংগঠনের পক্ষ্যে থেকে পঞ্চম বার্ষিক মাহফিল ও গরীব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বীতরণ করা হয়েছে । ১৪ই ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় এলাকায় অসহায় শীতার্তদের মাঝে মানসম্মত মানের শীতবস্ত্র বীতরণ করেন কচুড়িয়া হিলফুল ফুযুল ঘুব সংঘ । মাওঃ মামুনুর রশিদের সঞ্চালনায় , উক্ত ওয়াজ মাহফিলের আনুষ্ঠিকতা শুরু হয় বাদ আসর । মাওঃ কারামত আলী সাহেব (দাঃ বাঃ) মুহতামিম, কে,এন, আডুয়াডিহি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা 'র সভাপতিত্বে বয়ান পেশ করেন - বিশেষ অতিথিঃ হযরত মুফতী শামীম হুসাইন খতিব, বাইতুল কারীম জামে মসজিদ, আদর্শনগর বোর্ড বাজার, গাজীপুর। প্রধান আলোচক: হযরত মাওঃ মুফতী ইউসুফ আজাদী , খতিব, চুকনগর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ ও খাদেম দারুল উলুম চুকনগর মাদ্রাসা, খুলনা। প্রধান মেহমান- মুফতী আবুল কালাম আজাদ মাদানী, খতিব, নবীপুর জামে মসজিদ, হাজারীবাগ, ঢাকা, হুজুরের দ্বীনী মনমুগ্ধকর বয়ান ও আখিরী মোনাজাতের মধ্যেদিয়ে মাহফিল শেষ হয় । কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ -এর সামাজিক উন্নয়ন মূলক কার্যাবলি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন ও উপস্হিত থাকেন -কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি, মাওঃ মামুনুর রশিদ , বশিষ্ট সমাজ সেবক আবুল খায়ের শেখ ,সেখ জাফর আহম্মেদ,মোশারেফ মোল্লা, মিশকাত শেখ, সদস্য শিরাজুল হক শরীফ , এবাদুর রহমান শেখ, আহম্মদ উল্লাহ আশরাফ,পান্জাব আলী শেখ, মিজানুর শরীফ, রফিক শেখ, আব্দুর জব্বার, উজ্জল , মিকাইল, হানিফ,সাব্বির ও মেহেদী হাসান, সহ অনেকে
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।