আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহট উপজেলাধীন ০৫ এপ্রিল শুক্রবার দুপুর আনুমানিক ৫.৩০ মিনিটের মধ্যকার সময় মো: আহসান বিশ্বাস (৫) নিখোজ হয় অনেক খোজাখুজির পর তাহার কোন সন্ধান মেলেনি। ৬ এপ্রিল শনিবার মোল্লাহাট থানাধীন কচুড়িয়া গ্রামের দাউদ শরীফের পানের বরজের সামনে ফাঁকা স্থানে নির্মম ভাবে পলিথিনে মুখ পেচানো এবং সার্জিক্যাল টেপ দ্বারা হাত, পা ও মুখমন্ডল বাধা মৃত অবস্থায় মো: আহসান বিশ্বাসকে স্থানীয় জনগন দেখতে পেয়ে মোল্লাহাট থানা পুলিশের সহোযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত মো: আহসান বিশ্বাস কচুরিয়া গ্রামের মো: কামরুজ্জামান এর ছেলে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্য এস এম আশরাফুল জানান পারিবারিক/সামাজিক অবক্ষয় বা পারিপার্শ্বি
কতা বিভিন্ন কারণে হত্যা ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ধাতকদের সনাক্ত পূর্বক প্রেফতার অভিযান চলমান রয়েছে।