আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটের ০৪ নং কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের তালুকের মাঠ সংলগ্ন কায়েম শেখে‘র কন্যা কুলসুম (১৩) মাতা মাছুরা বেগম নামের এক নাবাল্লিকা কন্যার বিবাহ সম্পান্ন করেছে তার অভিভাবকগন। বিষয়টা স্থানীয় প্রতিনিধিদের নিকট জানতে চাইলে তাহারা এ বিষয়ে অবগত নয় বলে ও জানান ।
স্থানীয় চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান‘র ০১৭১০১০১৬২২ এই নং বারবার ফোন করে ও কোন সাড়া মেলেনি। এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে‘র মাধ্যমে অবগত করানো হইয়াছে। তিনি সাংবাদিকদের এ বিষয় নিয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে ও জানান।
উল্লেখ্য বাল্য বিবাহ নিধন আইনে ২০১৭ এর ৫ নং শর্ত অনুযায়ী বাল্যাবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি আদালত স্ব-উদ্যোগে বা কোন ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে বা অন্য কোন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যদি এই মর্মে নিশ্চিত হন যে, কোন বাল্যাবিবাহের ব্যবস্থা প্রহণ করা হইয়াছে অথবা বাল্যবিবাসহ অত্যাসন্ন তা হইলে আদালত উক্ত বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবে।
এই শর্ত জানাশর্তেও এলাকার অসচেতন নাগরিক এহোন কাজে বরংবার লিপ্ত হচ্ছে। স্থানীয় সচেতন মহল আইনের প্রতি শ্রদ্ধা রেখে এহনো কাজের প্রতিকার দাবী করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।