আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও সংগঠনের ২৫০ জন সদস্যদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি – শাড়ি) প্রদান করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আলী (পিপিএম) এর উদ্যোগে সোমবার সকাল ১১ টায় সাগর ফিলিং স্টেশন চত্বরে এ দোয়া মাহফিল ও ঈদ উপহার প্রদান করা হয়।
অবসরপ্রাপ্ত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আলী পিপিএম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বি এম লিয়াকত আলী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।