আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভার প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার প্রমুখ।
উল্লেখ্য, আইন শৃঙ্খলা সভার সাথে উপজেলা পরিষদের সমন্বয় সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক অবহিতকরণ সভা/সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন বিভাগের নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়েছে।