আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ১০ মার্চ আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় বর্ণাঢ্য এক র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রমূখ।