আব্দুল্লাহ ফারুক,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ২০২২/২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, এ মৌসুমে মোট দুই হাজার তিন’শ জন কৃষকের মাঝে প্রতি বিঘা জমির জন্য দুই কেজি করে মোট দুই হাজার তিনি’শ বিঘা জমিতে বোরো ধান আবাদের জন্য এ বীজ বিতরণ করা হচ্ছে।