আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ২/২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় অত্র কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাম জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।
কৃষি অফিস সূত্র জানায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) কর্তৃক উদ্ভাবিত ৭ টি জাত ( ব্রি ধান৫২, ব্রি ধান৭৫, ব্রি ধান৭৬, ব্রি ধান ৮৭, ব্রি ধান৯৩, ব্রি ধান৯৪, ব্রি ধান৯৫) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) কর্তৃক উদ্ভাবিত ১টি জাত (বিনা ধান-১৭) সহ মোট ৮টি আমন ধানের উফশী জাত উপজেলার ৭ ইউনিয়নের ৪০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাবেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।