মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদিতে এটিএম মেশিন ভাঙার অভিযোগে ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার চট্টগ্রামে নির্ধারিত সময়ের আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত ফুলবাড়িতে ৩শ পরিবারের মাঝে ঈদের মাংস বিতরন সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু-২ তাহিরপুর উপজেলা বাসীকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি’ শেখ মোস্তফা মাওলানা নরুল হক সাহেব এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন আ: লীগের সভাপতি কাজী সজল দেশ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন খান চট্টগ্রামে ঈদুল আজহা উপকরন কিনতে ব্যস্থ কোরবানিরা সর্বস্তরের সকলকে পবিত্র ঈদুল আযহার অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন মো: সাইফুর রহমান।

মোল্লাহাটে গৃহ ও ভূমিহীনদে আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১১০ বার পঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:

বাগেরহাটের মোল্লাহাহাটে গৃহ ও ভূমিহীনদের মাঝে ঘর ও জমির মালিকানা হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় মঙ্গলবার(১১জুন) সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করা হয়। যার মধ্যে মোল্লাহাট উপজেলার ৬৪ টি ঘর এবং জমির দলিল রয়েছে। এ উপজেলায় এর পূর্বে প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৭৫ টি, দ্বিতীয় ধাপ ৭০ টি, পঞ্চম পর্যায়ে ৬৪ টি সহ সর্বমোট ৪৭৪ টি ঘর উপজেলার গৃহ ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়। মঙ্গলবার(১১জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে, সুবিধাভোগী ৬৪ টি পরিবারের সদস্যদের মাঝে ভূমি ও ঘরের মালিকানা হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান, শিকদার উজির আলী, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাংবাদিক নেতা মোহাম্মদ আলী মোহন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সী তানজিল হোসেন, মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কবির আহমেদ প্রমূখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।