আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে জলাতঙ্ক নির্মূলে আগামী রবিবার থেকে ৫ দিনব্যাপী কুকুরকে টিকাদান কর্মসূচির অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২২ এর আওতায় বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিত করন সভা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিডিসি’র জেলা সমন্বয়কারী নাদিম মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডাঃ রায়হান, ডাঃ বিভুতি, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া সহ সংশ্লিষ্ট সকলে।