আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ভোটার দিবস উদযাপিত হয়।
দিবসটি উদযাপনে বিশাল এক রেলি উপজেলার প্রাণকেন্দ্র গাড়ফা বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য বিষয়ক আলোচনা সভা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, অধ্যক্ষ এল জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক – শিক্ষার্থী, প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক আলী।