আরিফুলইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের আধিপত্য বিস্তার'কে কেন্দ্র করে নিরীহদের বাড়ি-ঘর, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নতুন ঘোষগাতী এলাকায় শনিবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শেখ লুৎফর রহমান নাজির (৫৫) জানান, তিনি অত্যন্ত নিরীহ এবং কোন দলাদলি বা বিরোধ করেন না, অথচ আলম মেম্বারের নেতৃত্বে ভোরবেলা তার দোকান ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।
ক্ষতিগ্রস্ত মোঃ রাজিব শেখ (৩৮) জানান, কোন দল না করার পরেও তার দোকান ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে ৩ লক্ষ টাকার ক্ষতি করেছে আলম মেম্বারের দলভুক্তরা।
এছাড়া বেলায়েত শেখের বাড়ি ঘর ভাঙচুরের মাধ্যমে দেড় লাখ, সিদ্দিক শেখের বাড়ি ভেঙ্গে ও লুটপাটের মাধ্যমে ৩ লাখ ও কামরুল মিয়ার বাড়ি ভাঙচুর করে অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে ওই সকল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সুত্রে প্রকাশ, ঘাটবিলা গ্রামের আলম মেম্বারের একটি দল ও নতুন ঘোষগাতী গ্রামের মহিলা মেম্বারের স্বামী সাগর ও সাবেক মেম্বার ফোরকানের যৌথ আরেকটি দল রয়েছে। ওই দুই দলের আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্য বিরোধ চলে আসছে। গত কয়েক দিন আগে সাগর ও ফোরকান "এমজে মিউজিক" নামে গানের আয়োজন করে। উক্ত গানের অনুষ্ঠান থেকে আলম মেম্বারের দলভুক্ত ঘাটবিলা গ্রামের বককারের ছেলে সুজা সরদার (২২)'কে মারপিট করে সাগর ও ফোরকানের দলের জারজিসের ছেলে তুষার ও কয়েক যুবক।
উক্ত ঘটনায় গত কয়েক দিন ধরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এরই মাঝে শনিবার ভোরে আলম মেম্বারের নেতৃত্বে শতাধিক লোক নতুন ঘোষগাতী গ্রামের নিরীহ ৬/৭ টি পরিবারের বাড়ি ঘর ও ২ টি দোকান ভাঙচুর ও লুটপাট করে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গত রাতে সংঘর্ষ হতে গেছিল, পুলিশী বাধার মুখে থেমে যায় এবং আর সংঘর্ষে জড়াবে না মর্মে প্রতিশ্রুতি দেয়। এরপর ভোর হতেই আবার সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। শান্তি শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।