আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট,বাগেরহাট:
মোল্লাহাটে উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার ১৭ নভেম্বর উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির কৈ, শিং মাছের পোনা ১২০ কেজি এবং কার্প জাতীয় রুই, কাতল ও মৃগেল মাছের পোনা ২৫০ কেজি অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ পুকুরে অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান শুভ, উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) শিকদার জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতের যুব শাখার সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।