আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে নসিমন উল্টে আরাফাত শেখ (১৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো অত্যন্ত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার কাহালপুর এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন, বাদল শেখ, রাকিব শেখ, মাসুম শেখসহ আরো কয়েকজন যাদের নাম পাওয়া যায়নি। নিহত আরাফাত শেখ উপজেলার কুলিয়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মাসুম শেখের ঢালাই গাড়ি নসিমনে করে কাজে যাচ্ছিল তারা। এমন সময় কাহালপুর এলাকায় পৌছালে নসিমনের একসেল ভেঙ্গে উল্টে সবাই নসিমনের তলে পড়ে ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর মধ্যে আরাফাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, যেহেতু নসিমন গাড়ি মহাসড়কে উঠা অবৈধ এবং তারা নিজেরা দুর্ঘটনা ঘটিয়েছে। মামলার ভয়ে তারা পুলিশকে না জানিয়ে গোপনে মহাসড়ক থেকে নসিমন সরিয়ে ফেলেছে।