আরিফুল ইসলাম রিয়াজ, (বিশেষ প্রতিনিধি) মোল্লাহাট, বাগেরহাটঃ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্নসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপ্টিষ্ট এইড বি বি সি এফ ও ব্রাক এর সহযোগিতায় বুধবার(২৬জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মোল্লাহাটের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে মতামত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ইবাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার, পরিসংখ্যান কর্মকর্তা মো: হায়দার আলী, এস আই প্রভাস কুমার, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মো: মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, শিক্ষক সমিতির মোঃ ওবায়দুল ইসলাম, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ কবির আহমেদ, ব্রাকের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, এসোসিয়েট অফিসার কোহিনুর আক্তার, ব্যাপ্টিষ্ট এর স্বপন কুমার সাহা, যোহন বিশ্বাস, নরেন পাহান, সুজন সরকার, মন কুমার ত্রিপুরা প্রমূখ।সঞ্চালনা করেন ব্যাপ্টিষ্টের উপজেলা ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস।