আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে দ্রুত গতির মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ঢালে গাছের সাথে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। উপজেলাধীন খুলনা- মাওয়া মহাসড়কে সরকারি পুকুর নামক স্থানে ১ জুন বৃহস্পতিবার বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (২৮)। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালি এলাকার এয়ারালি শেখর ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ জানায়, মোল্লাহাটের দিক থেকে খুলনা গামী মোটর সাইকেলের দ্রুত গতি থাকায় নিয়ন্ত্রণ না করতে পেরে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে আঘাত লাগে। এতে চালক গুরুতর আহত হয়। অতঃপর মহাসড়কের পথচারীরা আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা শেষে মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ।