শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

মোল্লাহাটে পুকুরে চালকের লাশ ও সড়কে ইজিবাইক উদ্ধার

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৫১ বার পঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ

বাগেরহাটের মোল্লাহাটে পুকুর থেকে জিহাদ  আলী শেখ (২৫) নামে এক ইজিবাইক চালকের ভাসমান মৃতদেহ উদ্ধার ও পাশের পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার হয়েছে। উপজেলার জয়খা এলাকা থেকে বুধবার সকাল ৯ টার দিকে এ মৃতদেহ উদ্ধার এবং এর আগে রাতে ওই পুকুর সংলগ্ন পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার করা হয়। জিহাদ আলী শেখ উপজেলার সারুলিয়া গ্রামের আবুতালেব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক কন্যা সন্তানের জনক জিহাদ আলী শেখ প্রায় এক মাস পূর্বে ফেসবুক প্রেমের মাধ্যমে সাতক্ষীরা জেলার কুমারখালী থানার পশ্চিম গোট্টিয়া গ্রামের নওশের আলী মৃধার মেয়ে শ্যামলী খাতুন নামে অপর এক কন্যা সন্তানের জননীকে কোর্ট ম্যারিজ করে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে ফিরোজের বাড়িতে ভাড়া থাকছেন। জিহাদ আলী শেখ মাদক (গাঁজা) সেবন করতেন। এছাড়া তিনি কোরআন ও হাদিসের সমন্বয়ে ইসলামী জীবন বিধান পরিপন্থী কেবল কোরআন এর অনুসারী দাবিতে (আহলে কোরআন) মতে চলতেন। বর্তমান স্ত্রী’র অনেক ফেসবুক বন্ধু এছাড়া আগের স্বামীর সাথে ফোনালাপ জিহাদ আলী শেখ মেনে নিতে পরতেন না। এমন বিভিন্ন সুত্র রয়েছে যা, অনুসন্ধান করা প্রয়োজন। তাৎক্ষণিক মৃত্যুরহস্য জানা যায় নাই।
বর্তমান স্ত্রী শ্যামলী খাতুন বলেন, মঙ্গলবার দুপুর ১২ টায় জিহাদ তাদের ভাড়া বাসা থেকে ইজিবাইক চালাতে বের হয়ে আর ফিরে নাই। প্রায় ৬/৭ মাস আগে জিহাদের সাথে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আগের স্বামীর আমার একটি কন্যা সন্তান আছে জিহাদেরও আগের স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে। প্রায এক মাস আগে কোর্ট ম্যারিজ করে আমরা সুখের সংসার করছি। আমার স্বামী জিহাদ আমাকে বলতো তার মায়ের চেয়ে আমাকে বেশি ভালো বাসে। আমার বাচ্চার খবরাখবর জানতে আগের স্বামীর সাথে ফোনালাপ করায় ও (জিহাদ) ভীষণ কষ্ট পায়। আমি হেঁয়ালি করে ছেড়ে যাওয়ার কথা বললে সে মানতে পারতো না। ওর মৃত্যুর সঠিক কোন কারন জানিনা।

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গত মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত অবধি  উপজেলার জয়খা গ্রামে পাকা সড়কের পাশে ইজিবাইকটি দেখে নিকটস্থ গাংনী পুলিশ ক্যাম্পে জানায় স্থানীয়রা। পুলিশের পরামর্শে ইজিবাইকটি গাংনী নলডাঙ্গি এক বাড়িতে রাখা হয়। পরের দিন বুধবার সকালে জিহাদ আলী শেখকে তার আপন জনরা খুজতে বের হলে প্রথমে ইজিবাইক সনাক্ত করে। এরপর যে স্থানে ইজিবাইক পাওয়া গেছে ওই স্থানে গিয়ে সড়কের পাশের পুকুরে ভাসমান মৃতদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা‌ গ্রহণের প্রস্তুতি চলছে।
এএসপি সার্কেল তুষার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।