আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মোল্লাহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় চলতি (২০২৩-২০২৪ অর্থ বছরের) আনুষ্ঠানিকভাবে এ প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা চলতি অর্থ বছরের মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জরিপ কার্যক্রমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম ফেরদৌস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল,
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো: জায়েদ, রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘরের কাস্টোডিয়ান মো: আল আমিন, ফিল্ড অফিসার মোসা: আইরিন পারভীন, সহকারী কাস্টোডিয়ান মো: হাসানুজ্জামান, সহকারী কাস্টোডিয়ান মো: দবীর হোসেন, সহকারী কাস্টোডিয়ান আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তর খুলনার ফটোগ্রাফার মো: মোজাহার হোসেন, জাহান্দার আলী, মার্কসম্যান এনামুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানকারী দলটি মাঠগবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে আবিষ্কৃত প্রাচীন স্থাপনা অনুসন্ধান, নথিভুক্তিকরণ, সংরক্ষণ যোগ্যতা যাচাই, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও স্থাপত্যিক গুরুত্ব নিরূপণ করবে। মাঠ জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় সংরক্ষণ যোগ্য স্থাবর ও অস্থাবর পুরাকীর্তির তালিকা প্রকাশসহ জরিপ প্রতিবেদন প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাৎসরিক কর্মসম্পাদন চুক্তির আওতায় স্থাবর পুরাকীর্তি অনুসন্ধান এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠগবেষণা কর্মের অংশ হিসেবে ২০১৪ সাল থেকেই যথারীতি জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতিমধ্যে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহের মধ্যে নড়াইল,মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গা, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়। ২০২০-২১ অর্থবছর থেকে বাগেরহাট জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।ইতিমধ্যে জরিপ কার্যক্রমের আওতায় এ জেলার বাগেরহাট সদর,রামপাল, মোরেলগঞ্জ উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় দুই শতাধিক প্রাচীন স্থাপত্য কাঠামো,প্রত্নস্থল ও ঢিবি চিহ্নিত ও নথিভুক্ত করেছে। ১১ টি ক্যাটাগরিতে দুই শতাধিক চিহ্নিত স্থাপনার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, মঠ ও সমাধি, আবাসিক স্থাপনা, প্রাচীন সেতু,নীলকুঠি, জমিদারবাড়ি ও প্রত্নতাত্ত্বিক ঢিবি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।