আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম বাসুদেব বাইন (৫৫)। তিনি উপজেলার টাকিয়ারকুল গ্রামের মৃত হরিহর বাইনের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, বাসুদেব বাইন বাস থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।