আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
‘মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান’ প্রকল্পের আওতায় আগামী ২২/০৩/২০২৩ ইং সারাদেশে ৪০ হাজারের অংশ হিসেবে মোল্লাহাটে আরো ৮৩’টি গৃহ হস্তান্তর বিষয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, মোল্লাহাট উপজেলায় চতুর্থ পর্যায়ের মোট ৭৫ টি ঘর এবং তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৮’টি ঘর সর্বমোট ৮৩ টি ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হবে।
এ নিয়ে মোল্লাহাট উপজেলায় প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০’টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে ৭৫ টি সর্বমোট ৩৪০ টি ঘর বসবাস উপযোগী করা হয়েছে।
আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরগুলো হস্তান্তর করবেন। ইতোমধ্যে উপজেলার সকল ঘর প্রস্তুত হয়েছে। কিছু কিছু ঘরের রংয়ের কাজ বা পাঁচ সাত পার্সেন্ট কাজ বাকি আছে, সেগুলোর কাজ অল্প কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, আর কিছু পরিবারকে ঘর দেয়ার মাধ্যমে এ বছরই মোল্লাহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহীন ঘোষণা করা হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, সাংবাদিক মোঃ বাশার মোল্লা, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফারুক, সৌরভ কুমার মধু প্রমূখ।