আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে ভূমি সেবা সপ্তাহ ২২ থেকে ২৮ মে ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা ভূমি অফিস চত্বরের গোল ঘরে এ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার। এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে।
ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, ইউপি সদস্য আয়ুব আলী মীর প্রমূখ।