আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে সংঘবদ্ধ মাদকসেবীদের বিরুদ্ধে এক কৃষক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পান বরজ পুড়িয়ে ভষ্মীভূত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মণিজিলা গ্রামে বুধবার রাতের যেকোনো সময় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। ভস্মীভূত ওই পান বরজ মালিক উপজেলার মণিজিলা গ্রামের কৃষ্ণ খাঁ।
স্থানীয়রা জানায়, কৃষক কৃষ্ণ খাঁ ওই পান বরজ থেকে উপার্জিত অর্থে তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সহ ছয় সদস্যের সংসার পরিচালনা করেন। ঘটনার রাতে পান বরজ এলাকায় মাদকসেবীদের আড্ডায় হানা দেয়া হয়। এঘটনায় তাৎক্ষণিক পালিয়ে গেলেও মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে ওই রাতেই আগুন ধরিয়ে ভষ্মীভূত করে ৮ টাঠার পান বরজটি।
পরদিন বৃহস্পতিবার সকাল হতেই গ্রামবাসীর নজরে পড়ে বিষয়টি। এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত কৃষ্ণ খাঁ বলেন, আমার সাথে কারো কোন ধরনের শত্রুতা নাই। তবু, এর পূর্বে বরজের গুনা তার/টানা কেটে দিয়েছিল। তখন আইনের আশ্রয় নেয়া হয় নাই। এবার আমার সর্বস্ব পুড়িয়ে দিয়েছে। আমার পরিবারের সদস্যদের নিয়ে এখন কি খেয়ে বেঁচে থাকবো ? আমি আইনের আশ্রয় নিবো। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা/হস্তক্ষেপ কামনা করেছেন কৃষ্ণ খাঁ।
স্থানীয় গ্রাম পুলিশ গোলক চন্দ্র সমাদ্দার জানান, ওই এলাকায় সংঘবদ্ধ ৬/৭ জন আড্ডা দেয়া সহ মাদকসেবন করে। ঘটনার রাতে ওই মাদকসেবীদের ধরার চেষ্টা করায় আড্ডা ভেঙে পালিয়ে যায় তারা। এরপর ওই রাতেই আগুন ধরিয়ে ভষ্মীভূত করে পান বরজ। এতে পরিবারটির স্বপ্ন পুড়ে গেছে, আয়ের উৎস শেষ হয়ে গেছে। এ জঘন্য ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন কিন্তু, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।