মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে রংধনু নারী উন্নয়ন সংস্থা ও রংধনু যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এর সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার কাহালপুর গ্রামে সংস্থার নিজস্ব কার্যালয় চত্বরে বুধবার বিকাল ৪টায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি মোর্শেদা আকতার রত্নার সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মান্নু মিয়া প্রমূখ।