আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে লায়লা আজাদ কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেরুয়ারী) সকাল ১১ টায় উপজেলার হাড়িদাহ গ্রামের উক্ত কলেজ চত্বরে এ নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। লায়লা আজাদ কলেজের সভাপতি অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক শিকদার আক্কাছ আলী পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রুবিয়া বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ, লায়লা আজাদ কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী এ এম আজাদুল হক, সহধর্মীনী লায়লা আজাদ, কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান, চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসির মুহিত সহ নবানবগত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।