আব্দুল্লাহ ফারুক,(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটে মোল্লাহাটে অসহায় ছয় হাজার পরিবারের মাঝে শীত বস্ত্র ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কে, আর কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ শীতবস্ত্র ও অনুদানের চেক বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সার্বিক তত্বাবধনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে,এম আরিফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম , ভূমি সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য , উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য এস এম অলিউজ্জামান, শেখ হেলাল উদ্দীন এমপির এপিএস শিকদার ওয়ালিদ হোসেন ও ফিরোজুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী প্রমূখ।