আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে সীমাহীন জুলুম, অত্যাচার, জমি দখল ও ভিটা বাড়ী থেকে উচ্ছেদ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে অসহায় এক পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২ টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নত্তোরে আস্তাইল গ্রামের ওমর আলী শেখের ছেলে মো. হাসান শেখ ও পুত্রবধূ রোজিনা বেগম বলেন, আমরা নিতান্ত গরীব ও অসহায় হওয়ার সুযোগে আমাদের প্রতিবেশী হাসমত চৌধূরী, তার ছেলে বাবু চৌধূরী ও নুরু চৌধূরী আমাদের বসত বাড়ীর সীমানা ঠেলে অন্যায়ভাবে জমি দখলে নেয়। দীর্ঘ ১৫ বছর ধরে একটু একটু করে সীমানা ঠেলে আমাদের বসত বাড়ির জমি দখল করে চলেছে। আমরা কোনরুপ কথা বললে সীমাহীন জুলুম অত্যাচার করে এবং ভিটা বাড়ী থেকে আমাদেরকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয়। সব শেষে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের জমির শুকনো কলার পাতায় নিজেরা আগুন ধরিয়ে দেয় এবং আমাদের বাড়িতে এসে হুমকির স্বরে বলে তোরা আগুন লাগিয়ে ঘরে শুয়ে আছিস ? তখন আমার বৃদ্ধ পিতা ওমর আলী শেখ (৭০) ঘর থেকে বের হওয়া মাত্র এলোপাতাড়ি লাঠিপেটা করে। এসময় আমার বৃদ্ধ পিতাকে রক্ষার জন্য এগিয়ে গেলে আমার বড় ভাবি রোজিনা এবং বড়ভাই কাশেম শেখকেও মারপিট করে। এছাড়া আমাদের টিনের ঘর কুপিয়ে ও পিটিয়ে ক্ষতি সাধন করে। আমাদের বাঁচাও বাঁচাও চিৎকারে গ্রামবাশি ছুটে এসে আমাদেরকে রক্ষা ও আগুন নিয়ন্ত্রন করে। এরপর গুরুতর আহত আমার পিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সীমাহীন অত্যচার, জুলুম, জমি দখল ও ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।