আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে অসহায় নিরাপরাধী এক ব্যক্তিকে দিনদুপুরে চোর সন্দেহে সীমাহীন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘোষগাতী বাজারে শনিবার দুপুর ১২টার দিকে অমানবিক এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন ভিকটিমের স্বজনরা জানায়, নির্যাতনের শিকার মনির শেখ (৪২) মোল্লাহাট উপজেলার পূর্ব দারিয়ালা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে। মনির শেখের নিজের কোন বাড়ি/জমি না থাকায় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার গাংনী মাতারচর আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর ও জমি পেয়ে সেখানে বসবাস করছেন। ঘটনার দিন মাতারচর এলাকার জনৈক জাহিদ'র সঙ্গে তার অসুস্থ একটি ছাগল নিয়ে পশু হাসপাতালে মোল্লাহাট গেছিলেন। সেখান থেকে ফেরার পথে ঘোষগাতী গ্রামের জালাল শেখের ছেলে আতাউস শেখ, আহমেদ শেখের ছেলে আলমাস শেখ ও গ্যারাজে মালিক আকরাম সহ কতিপয় ব্যক্তি তাকে ধরে চোর সন্দেহে নির্যাতন করে। তখন ছাগলের মালিক সঙ্গে থাকলেও তার কথা গুরুত্ব না দিয়ে কেবল সন্দেহের বশে এ নির্যাতন করা হয় বলে জানান ভিকটিম ও তার বৃদ্ধ মা। তারা এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।