আব্দুল্লাহ ফারুক, (বাগেরহাট) বিশেষ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে চার দলীয় সান মিয়া ফুটবল টুর্নামেন্ট -২০২২ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়া মোদিদের আয়োজনে গত শুক্রবার দিনব্যাপী গোলারগাতী স্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে ৩/২ গোলের ব্যবধানে বাগেরহাটকে হারিয়ে ফাইনালে সূযোগ করে নেয় রূপসা। এরপর দ্বিতীয় ম্যাচে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ১৫/১৪ গোলের ব্যবধানে তেরখাদাকে হারিয়ে ফাইনালে সুযোগ করে নেয় মোল্লাহাট।
পরবরর্তীতে ফাইনালে ১/০ শুন্য গোলের ব্যবধানে রূপসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোল্লাহাট।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল’কে একটি করে ফ্রিজ উপহার প্রদান করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ রুহুল আমিন, সান মিয়া , ভালোবাসা, সাংবাদিক এম এম মফিজুর রহমান , সাংবাদিক আব্দুল্লাহ ফারুক, কে এম রুবেল হোসেন মেম্বার, মাইকেল , মুরাদ মিয়া , মিরাজ কাজী , সৈয়দ স্বপন , সাব্বির রহমান মোল্লা প্রমূখ।